ঈমান ও আকাইদ কয়েকটি পরিভাষার অর্থঃ * ঈমানঃ “ ঈমান ” শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা , স্বীকার করা , ভরসা করা , নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। শরী ' আতের পরিভাষায় ঈমান বলা হয় রাসূল ( সাঃ ) কর্তৃক আনীত ঐ সকল বিষয়াদি যা স্পষ্ট ভাবে এবং অবধারিত রূপে প্রমাণিত , সে সমুদয়কে রাসূল ( সাঃ )- এর প্রতি আস্থাশীল হয়ে বিশ্বাস করা এবং মুখে তা স্বীকার করা ( যদি স্বীকার করতে বলা হয় ) আর কুরআন হাদীছ এবং সাহাবায়ে কেরাম ও উম্মতের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী ধর্মের অবধারিত ( বদীহী ) বিষয়গুলাের ব্যাখ্যা প্রদান করা। সংক্ষেপে ও সাধারণ ভাবে ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলা হয়। * মুমিন ঃ যার মধ্যে ঈমান আছে তাকে মু’মিন বলা হয়। * ইসলাম ও “ইসলাম” শব্দের শাব্দিক অর্থ মেনে নেয়া, আনুগত্য করা। শরী'আতের পরিভাষায় ইসলাম বলা হয় (ঈমান সহ) আল্লাহ ও তাঁর রাসলের আনুগত্যকে মেনে নেয়া। সংক্ষেপে ও সাধারণ ভাবে হযরত মুহাম্মাদ (সাঃ)। কর্তৃক আনীত ধর্মকে ইসলাম বলা হয় বা ধর্মীয় কর্মকে ইসলাম বলা হয়। [ বিঃ দ্রঃ ‘ঈমান’ ও ‘ইসলাম...
At two o'clock in the morning Status Courtesy: Naser Ahmed লাল জোন, সবুজ জোন। —————————- রাত দু’টোর সময় আমার ঘুম ভেঙ্গে গেল কানের কাছে পুন পুন শব্দে। নাহ্ মশার যন্ত্রণায় ঘুমানো যাবে না দেখছি! বেড সুইচ টিপে লাইট জ্বালালাম। চোখ রগড়ে দেখলাম মশারীর ভেতরে পাঁচটা মশা ওড়া-ওড়ি করছে। একবার ভাবলাম মশা কামড়ালে কামড়াক, শুয়ে পড়ি, এখন বসে বসে মশা মারা যাবে না। সকালে অফিস আছে। ভাল ঘুম না হলে অফিসে গিয়ে কাজের মাঝে ঝিমুনি আসবে। কিন্তু শুয়ে থাকলেই তো আর ঘুম আসবে না, ঐ পুন পুন শব্দ ঘুমাতে দেবে না। তাছাড়া মশার কামড়ে খারাপ অসুখ বিসুখও হতে পারে। অতএব মশা মারার কসরত শুরু করলাম। কিন্তু বজ্জাত মশাগুলো ভিষন সেয়ানা। একটাও ধরা দিল না। পনের মিনিট ঘর্মাক্ত অভিযানের পর অপারেশন ক্ষান্ত দিলাম। খেয়াল করলাম মশারীতে কয়েকটা ফুটো হয়েছে। গতকাল মশারী ধোয়া হয়েছিল। নিশ্চয়ই ধুতে গিয়ে এই ফুটোগুলো হয়েছে। মশাগুলো বোধহয় এই ছিদ্রগুলো দিয়েই ভিতরে ঢুকেছে। নিজের চেষ্টায় যখন কাজ হলো না, দেখি এব্যাপারে কারো সহযোগীতা পাওয়া যায় কিনা। বালিশের নীচ থেকে স্মার্ট ফোনটা বের করলাম। আমাদের বন্ধুদের একটা হোয়াটস্এ্যাপ গ্রুপ আছে।...