জীবনে প্রাপ্তি আর পূর্নতার এ-ই দুয়ের
অর্থ বোঝা বড্ড কঠিন হয়ে যায় যখন,
নিজের কাছে নিজের বিলুপ্ত মস্তিষ্কের
স্নায়ুকোষ সরাসরি আঘাত করে।
অর্থবহ পরিবর্তনে প্রভাব পরেছে
একটা ছবির আবির্ভাবে।
তবে কি সেই আমি আর এই তুমি
একি ভূখণ্ডের জাতিগোষ্ঠীর দুটি,
আলাদা প্রতিবিম্ব ছিলাম যাদের
জীবনের হিসাবের খাতা বড্ড নড়বড়ে।
সময়ে কিংবা অসময়ে অতি ক্ষুদ্র
গহীন অন্ধকারের আশঙ্কা আছে,
যেনেও তুমি যে পথে নিয়মিত
গন্তব্য অতিক্রমের আশায়ে
বিভোর থাকো আমি সে পথের সন্ধান
পেয়ে গেছি তাই হয়তবা তোমার কাছে
আমি সংকৃণ হয়ে বাঁচি।
অর্থ বোঝা বড্ড কঠিন হয়ে যায় যখন,
নিজের কাছে নিজের বিলুপ্ত মস্তিষ্কের
স্নায়ুকোষ সরাসরি আঘাত করে।
অর্থবহ পরিবর্তনে প্রভাব পরেছে
একটা ছবির আবির্ভাবে।
তবে কি সেই আমি আর এই তুমি
একি ভূখণ্ডের জাতিগোষ্ঠীর দুটি,
আলাদা প্রতিবিম্ব ছিলাম যাদের
জীবনের হিসাবের খাতা বড্ড নড়বড়ে।
সময়ে কিংবা অসময়ে অতি ক্ষুদ্র
গহীন অন্ধকারের আশঙ্কা আছে,
যেনেও তুমি যে পথে নিয়মিত
গন্তব্য অতিক্রমের আশায়ে
বিভোর থাকো আমি সে পথের সন্ধান
পেয়ে গেছি তাই হয়তবা তোমার কাছে
আমি সংকৃণ হয়ে বাঁচি।
English Translation
---------------------------------------------
When it becomes difficult to understand the meaning,
Of his own extinct brain to himself
Directly affects the nerve cells.
Meaningful change has had an impact
A picture emerges.
But is that me and this is you
Two ethnic groups in the same territory,
Those were a different reflection
The account book of life is very shaky.
Very small at the time or untimely
There is a danger of deep darkness,
As if you are regular in that way
Hoping to cross the destination
Stay tuned, I'm looking for that path
Got it so maybe to you
I live narrowly.
Comments
Post a Comment