Skip to main content

Receipt and perfection in life


জীবনে প্রাপ্তি আর পূর্নতার - দুয়ের
অর্থ বোঝা বড্ড কঠিন হয়ে যায় যখন,
নিজের কাছে নিজের বিলুপ্ত মস্তিষ্কের
স্নায়ুকোষ সরাসরি আঘাত করে।
অর্থবহ পরিবর্তনে প্রভাব পরেছে
একটা ছবির আবির্ভাবে।
তবে কি সেই আমি আর এই তুমি
একি ভূখণ্ডের জাতিগোষ্ঠীর দুটি,
আলাদা প্রতিবিম্ব ছিলাম যাদের
জীবনের হিসাবের খাতা বড্ড নড়বড়ে।
সময়ে কিংবা অসময়ে অতি ক্ষুদ্র
গহীন অন্ধকারের আশঙ্কা আছে,
যেনেও তুমি যে পথে নিয়মিত
গন্তব্য অতিক্রমের আশায়ে
বিভোর থাকো আমি সে পথের সন্ধান
পেয়ে গেছি তাই হয়তবা তোমার কাছে
আমি সংকৃণ হয়ে বাঁচি।



English Translation
---------------------------------------------

Receipt and perfection in life


are both of these
When it becomes difficult to understand the meaning,
Of his own extinct brain to himself
Directly affects the nerve cells.
Meaningful change has had an impact
A picture emerges.
But is that me and this is you
Two ethnic groups in the same territory,
Those were a different reflection
The account book of life is very shaky.
Very small at the time or untimely
There is a danger of deep darkness,
As if you are regular in that way
Hoping to cross the destination
Stay tuned, I'm looking for that path
Got it so maybe to you
I live narrowly.

Comments

Popular posts from this blog

Beginning or end

Beginning or end Still sighing, In the mortal type of chest, Char or invisible, Laughing, One point tears, or Fear of losing, sleepless nights ... Time is still a witness, Roy. With one eye open, In the form of neutrality, On the way back, you and I, Or he, I couldn't match the clock, In one breath, holding hands ... !!! Still waiting for me, A gust of wind, In the middle of which, hold your heart ... Understand the lost feelings of the drink pot, Even today it fades me, In your tireless compassion ... Tired body, helpless embrace, Make your home in Bond, In the form of instability, Still waiting for me, One sky is a blind night, in the pride of a traveler ... !!!

I walk in the past too

Sometimes I walk in the past too, Time flies, Birth is worse than death. I am not a murderer, so I thought it would be better to release him .... Even if you lose, you can't lose, Just as feelings on earth can never be expressed in writing, So, until the end I believe, The most beautiful view in the world is- Wet lover's eyes with deep compassion ....

With my dream of yours, that picture is drawn Get lost in that picture, some identity ...

তোমার আমার স্বপ্ন দিয়ে, যে ছবি আঁকা হয় সেই ছবিতে হারিয়ে যাক, কিছু পরিচয়... তোমার আমার শব্দ নিয়ে, যে গল্প লেখা হয়, সেই গল্পেই ফিরে আসুক, বোধের পরিনয়... তবে এসো, অন্ধ হয়ে গন্ধ মাখি, নিঃস্ব হয়ে শোক, তোমার আমার কল্পলোকে, পৃথিবী বড় হোক... শেষ অবধি সত্যি করে বলি, ভালো লাগলো... ভালো লাগলো চোখের পাতায়, রাত পেড়িয়ে, পৃষ্টা উলটে, চায়ের কাপে কিংবা কফির মগে, ডাকাত বেশে, শীতকে কেটে, আঙ্গুল ছোঁয়ায়, বর্ণ ভাজে, লাগলো ভালো ভোর কে দেখে, সত্যি বলছি অবাক চোখে, বন্ধু ভেবে, বন্ধু মাঝে... আকাশ বাতাস কাঁপিয়ে চলছে মেঘেদের হরতাল, দেব দূতেদের বোমাবাজির মহোৎসব, আজ মধ্য আকাশে, পারলে ঠেকাও...!!! প্রকৃতির কামনা জলে হয়তো, নতুন করে জন্ম নিবে আরও কটি প্রান, বৃক্ষ কিংবা পতঙ্গের আদলে। তবে তাই হোক, আইন থেকে নীতিমালা, অথবা সংবিধান কিংবা নিরাপত্তাকর্মীর বেষ্টনী পেড়িয়ে, পৌঁছে যাক বিধাতার হুংকার, নির্মম সত্যে... নগ্ন আধার মাঝে সাক্ষী শুধু আমি, আর ওই কাকতাড়ুয়া শহর, যেথায় নিয়ন আলোয়, সবুজ কাঁদে সেলফি প্রজন্মের ভ্রূণে...। জল কভু জলজ নয়, একলা দেহ রাত জেগে রয়, জলের গভীরতা বুঝবে কি সে, জলে ভিজ...