Skip to main content

At two o'clock in the morning

At two o'clock in the morning

Status Courtesy: Naser Ahmed
লাল জোন, সবুজ জোন।
—————————-
রাত দু’টোর সময় আমার ঘুম ভেঙ্গে গেল কানের কাছে পুন পুন শব্দে। নাহ্ মশার যন্ত্রণায় ঘুমানো যাবে না দেখছি! বেড সুইচ টিপে লাইট জ্বালালাম। চোখ রগড়ে দেখলাম মশারীর ভেতরে পাঁচটা মশা ওড়া-ওড়ি করছে। একবার ভাবলাম মশা কামড়ালে কামড়াক, শুয়ে পড়ি, এখন বসে বসে মশা মারা যাবে না। সকালে অফিস আছে। ভাল ঘুম না হলে অফিসে গিয়ে কাজের মাঝে ঝিমুনি আসবে। কিন্তু শুয়ে থাকলেই তো আর ঘুম আসবে না, ঐ পুন পুন শব্দ ঘুমাতে দেবে না। তাছাড়া মশার কামড়ে খারাপ অসুখ বিসুখও হতে পারে। অতএব মশা মারার কসরত শুরু করলাম। কিন্তু বজ্জাত মশাগুলো ভিষন সেয়ানা। একটাও ধরা দিল না। পনের মিনিট ঘর্মাক্ত অভিযানের পর অপারেশন ক্ষান্ত দিলাম। খেয়াল করলাম মশারীতে কয়েকটা ফুটো হয়েছে। গতকাল মশারী ধোয়া হয়েছিল। নিশ্চয়ই ধুতে গিয়ে এই ফুটোগুলো হয়েছে। মশাগুলো বোধহয় এই ছিদ্রগুলো দিয়েই ভিতরে ঢুকেছে।
নিজের চেষ্টায় যখন কাজ হলো না, দেখি এব্যাপারে কারো সহযোগীতা পাওয়া যায় কিনা। বালিশের নীচ থেকে স্মার্ট ফোনটা বের করলাম। আমাদের বন্ধুদের একটা হোয়াটস্এ্যাপ গ্রুপ আছে। সেখানে বুদ্ধি পরামর্শ চাইলে পাওয়া যেতে পারে। যদিও এখন রাত সোয়া দুটো, তবুও চেষ্টা করতে তো দোষ নাই। ঘটনার বিস্তারীত লিখে পোষ্ট করে দিলাম। সহযোগীতাও চাইলাম। একটু পরেই নেটিফিকেশনে মোখলেসের নাম ভেসে উঠলো। যা ভেবেছিলাম তাই। এই ব্যাটা মোখলেসের মনে হয় খেয়ে দেয়ে আর কোন কাজ নাই। সবার আগে তাকেই রেসপন্স করতে হবে! যেন মানুষের উপকার করার জন্য ওত পেতে বসে থাকে। নিজে তো জীবনে কিছুই করতে পারলো না। ছোট খাট একটা চাকরী করে আর বন্ধু-বান্ধবের কাছে হাত পেতে গরীব বাচ্চাদের জন্য একটা স্কুল চালায়। যাই হোক তার পরামর্শ হচ্ছে সুঁই সুতো যোগাড় করে ফুটোগুলো বন্ধ করা তার পর মশারী ভাল করে ঝেড়ে নতুন করে টাঙিয়ে ঘুমিয়ে পড়া। কথাটা আপাত যুক্তি সংগত মনে হলেও আমার মধ্যে একটা কিন্তু কাজ করতে শুরু করলো। জীবনে ব্যার্থ একটা লোকের বুদ্ধি শোনাটা ঠিক হবে না। এত সস্তায় যদি কাজ হতো তাহলে দুনিয়ায় কোন দূঃখ থাকতো না। আমার একটা দ্বিতীয় পরমর্শ দরকার। এবং সেটা যোগ্য কারো কাছ থেকে। কিন্তু আর কোন নোটিফিকেশন এলো না।
এ মুহূর্তে আমার মনে পড়লো আমজাদের কথা। ও সিটি করর্পোরেশনের কাউন্সিলর। দিনরাত নেতা কর্মীরা ওকে ঘিরে থাকে। অনেক রাত পর্যন্ত জেগে জেগে কর্মীদের সাথে মিটিং করে। ও নিশ্চয়ই জেগে আছে। আমি ফোন করলে নিশ্চয়ই ধরবে এবং কথাও বলবে। বন্ধু বলে কথা। ফোন দিলাম। রিং হচ্ছে। একটু পরই অপর প্রান্ত থেকে আমজাদের কন্ঠ শোনা গেল। যদিও ঘরে আরো লোকজন আছে বলে মনে হচ্ছে। গুঞ্জনের তরঙ্গ ভেসে আসছে।
আমজাদ বললোঃ হ্যালো বন্ধু, কী খবর? এত রাইতে? কোন সমস্যা?
- মহা সমস্যা, তাড়াতাড়ি বুদ্ধি দে। মশারীর ভিতর পাঁচটা মশা ঘাপটি মেরে বসে আছে। ঘুমাতে পারতেসি না। কী করি?
- ও আচ্ছা। মশাগুলার অবস্থান বল। তাড়াতাড়ি বল দোস্ত, মিটিং চলতেসে।
- একটা মশা মশারীর ছাদে ডান দিকে মাথার দিকে। তিনটা মশা মাথার দিকে মশারীর দেয়ালের মাঝামাঝি অবস্থানে আর একটা মশা বাম দিকে মশারীর ছাদে পায়ের দিকে। অনেক্ষণ যাবত একই অবস্থানে আছে। কোন নড়া চড়া নাই। আমি মারতে গেলে উইড়া যায় আবার যে যার আগের অবস্থানে ফিরা আসে।
- বুঝছি। শুনো। তোমার মশারীরে তিনটা জোনে ভাগ করো। লাল, হলুদ আর সবুজ। যেই দিকে মশা বেশী, মানে বিছানার মাঝামাঝি, যেখানে তিনটা মশা আছে সেইটা হইলো লাল বা রেড জোন। এইটা খুবই ডেন্জার পয়েন্ট। এইখানে শুবা না। ডান সাইডে যেখানে মাথার কাছে মশা আছে, ঐটা হইলো হলুদ বা ইয়েলো জোন। ঐটাও ডেন্জার তবে একটু কম ডেন্জার। ঐখানেও শুবা না। তোমার জন্য সেফ জোন হইলো বাম দিক। যেখানে মাত্র একটা মশা আছে পায়ের দিকে। বন্ধু, তুমি বাম দিকে শুয়ে নিশ্চিন্তে ঘুম দাও। আল্লাহ হাফেজ।
আমার কাছে আমজাদের পরামর্শ খুবই আধুনিক এবং বিজ্ঞান সম্মত বলে মনে হলো। সে কী সুন্দর তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে ব্যাপারটা বুঝিয়ে দিলো! এই না হলে নেতা! আমজাদের জন্য গর্বে আমার বুকটা ভরে উঠলো। আমি আলো নিভিয়ে শুয়ে পড়লাম।

English Translator:
---------------------------------------------------------------------------
At two o'clock in the morning I woke up to the sound again and again near my ears. Nah, I can't sleep because of the pain of mosquitoes! I turned on the light by pressing the bed switch. I rubbed my eyes and saw five mosquitoes flying inside the mosquito net. Once I thought if a mosquito bites, I lie down, now the mosquito will not die sitting down. There is an office in the morning. If you do not sleep well, you will go to the office and fall asleep in the middle of work. But if you lie down, you will not fall asleep, you will not let that sound fall asleep again and again. Moreover, mosquito bites can cause serious illness. So I started exercising to kill mosquitoes. But the ugly mosquitoes are very smart. Didn't catch a single one. After a fifteen minute sweaty operation, I stopped the operation. I noticed that there were some leaks in the mosquito net. The mosquito net was washed yesterday. These leaks must have been washed. The mosquitoes probably entered through these holes.

When it didn't work out on its own, let's see if anyone can help. I took out the smart phone from under the pillow. We have a WhatsApp group of friends. Wisdom advice can be found there. Even though it's a quarter to two now, there's nothing wrong with trying. I wrote down the details of the incident and posted it. I also asked for cooperation. After a while, the name of Mokhles came up in the notification. That's what I thought. This guy Mokhles seems to have no choice but to eat. He must respond first! As if to sit in ambush to benefit people. I could not do anything in my life. The small cot does a job and runs a school for poor children to reach out to friends. However, his advice is to get the needle thread and close the holes, then shake off the mosquito net and hang it anew to fall asleep. The word seemed logical, but one of them started working. It would not be right to listen to the wisdom of a person who has failed in life. If work was so cheap, there would be no sorrow in the world. I need a second consultation. And that's from someone who deserves it. But no further notification came.

At that moment I remembered Amjad's words. And Councilor of the City Corporation. Day and night the leaders and workers surround him. Many stay up late at night meeting with staff. He must be awake. If I call, he will catch me and talk. Talk to a friend. I called. Ringing. After a while, Amjad's voice was heard from the other end. There seem to be more people in the house though. Waves of humming are coming.

Amjad said: Hello friend, what's up? So much for rye? Any problems?

- Great problem, hurry up. Five mosquitoes lurk inside the mosquito net. I couldn't sleep. What do I do?
- He's fine. Tell the position of the mosquitoes. Talk to you soon and keep up the good content.
- A mosquito net on the roof to the right of the head. Three mosquitoes are in the middle of the mosquito wall towards the head and one mosquito is on the left side of the roof of the mosquito net. It has been in the same position for a long time. There was no movement. When I go to kill, Uira goes back to the previous position.
- Got it. Listen. Divide your mosquito into three zones. Red, yellow and green. The side where the mosquitoes are more, that is, in the middle of the bed, where there are three mosquitoes, is the red zone. This is a very dangerous point. Don't sleep here. On the right side where there are mosquitoes near the head, it is the yellow zone. That too is dangerous, but a little less dangerous. Don't sleep there either. The left side is the safe zone for you. Where there is only one mosquito on the feet. Friend, you lie on your left side and sleep peacefully. God bless you.
To me, Amjad's advice seemed very modern and scientific. He explained the matter on the basis of beautiful information and statistics! If this is not the leader! My chest filled with pride for Amjad. I turned off the lights and lay down.

Comments

Popular posts from this blog

Beginning or end

Beginning or end Still sighing, In the mortal type of chest, Char or invisible, Laughing, One point tears, or Fear of losing, sleepless nights ... Time is still a witness, Roy. With one eye open, In the form of neutrality, On the way back, you and I, Or he, I couldn't match the clock, In one breath, holding hands ... !!! Still waiting for me, A gust of wind, In the middle of which, hold your heart ... Understand the lost feelings of the drink pot, Even today it fades me, In your tireless compassion ... Tired body, helpless embrace, Make your home in Bond, In the form of instability, Still waiting for me, One sky is a blind night, in the pride of a traveler ... !!!

I walk in the past too

Sometimes I walk in the past too, Time flies, Birth is worse than death. I am not a murderer, so I thought it would be better to release him .... Even if you lose, you can't lose, Just as feelings on earth can never be expressed in writing, So, until the end I believe, The most beautiful view in the world is- Wet lover's eyes with deep compassion ....

With my dream of yours, that picture is drawn Get lost in that picture, some identity ...

তোমার আমার স্বপ্ন দিয়ে, যে ছবি আঁকা হয় সেই ছবিতে হারিয়ে যাক, কিছু পরিচয়... তোমার আমার শব্দ নিয়ে, যে গল্প লেখা হয়, সেই গল্পেই ফিরে আসুক, বোধের পরিনয়... তবে এসো, অন্ধ হয়ে গন্ধ মাখি, নিঃস্ব হয়ে শোক, তোমার আমার কল্পলোকে, পৃথিবী বড় হোক... শেষ অবধি সত্যি করে বলি, ভালো লাগলো... ভালো লাগলো চোখের পাতায়, রাত পেড়িয়ে, পৃষ্টা উলটে, চায়ের কাপে কিংবা কফির মগে, ডাকাত বেশে, শীতকে কেটে, আঙ্গুল ছোঁয়ায়, বর্ণ ভাজে, লাগলো ভালো ভোর কে দেখে, সত্যি বলছি অবাক চোখে, বন্ধু ভেবে, বন্ধু মাঝে... আকাশ বাতাস কাঁপিয়ে চলছে মেঘেদের হরতাল, দেব দূতেদের বোমাবাজির মহোৎসব, আজ মধ্য আকাশে, পারলে ঠেকাও...!!! প্রকৃতির কামনা জলে হয়তো, নতুন করে জন্ম নিবে আরও কটি প্রান, বৃক্ষ কিংবা পতঙ্গের আদলে। তবে তাই হোক, আইন থেকে নীতিমালা, অথবা সংবিধান কিংবা নিরাপত্তাকর্মীর বেষ্টনী পেড়িয়ে, পৌঁছে যাক বিধাতার হুংকার, নির্মম সত্যে... নগ্ন আধার মাঝে সাক্ষী শুধু আমি, আর ওই কাকতাড়ুয়া শহর, যেথায় নিয়ন আলোয়, সবুজ কাঁদে সেলফি প্রজন্মের ভ্রূণে...। জল কভু জলজ নয়, একলা দেহ রাত জেগে রয়, জলের গভীরতা বুঝবে কি সে, জলে ভিজ...