ঈমান ও আকাইদ কয়েকটি পরিভাষার অর্থঃ * ঈমানঃ “ ঈমান ” শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা , স্বীকার করা , ভরসা করা , নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। শরী ' আতের পরিভাষায় ঈমান বলা হয় রাসূল ( সাঃ ) কর্তৃক আনীত ঐ সকল বিষয়াদি যা স্পষ্ট ভাবে এবং অবধারিত রূপে প্রমাণিত , সে সমুদয়কে রাসূল ( সাঃ )- এর প্রতি আস্থাশীল হয়ে বিশ্বাস করা এবং মুখে তা স্বীকার করা ( যদি স্বীকার করতে বলা হয় ) আর কুরআন হাদীছ এবং সাহাবায়ে কেরাম ও উম্মতের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী ধর্মের অবধারিত ( বদীহী ) বিষয়গুলাের ব্যাখ্যা প্রদান করা। সংক্ষেপে ও সাধারণ ভাবে ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলা হয়। * মুমিন ঃ যার মধ্যে ঈমান আছে তাকে মু’মিন বলা হয়। * ইসলাম ও “ইসলাম” শব্দের শাব্দিক অর্থ মেনে নেয়া, আনুগত্য করা। শরী'আতের পরিভাষায় ইসলাম বলা হয় (ঈমান সহ) আল্লাহ ও তাঁর রাসলের আনুগত্যকে মেনে নেয়া। সংক্ষেপে ও সাধারণ ভাবে হযরত মুহাম্মাদ (সাঃ)। কর্তৃক আনীত ধর্মকে ইসলাম বলা হয় বা ধর্মীয় কর্মকে ইসলাম বলা হয়। [ বিঃ দ্রঃ ‘ঈমান’ ও ‘ইসলাম...
Here I am only because of sharing my thoughts, my poems and some my stories which i related directly or some times indirectly. Share some story which are collected. My thoughts fantasy feels are showing here with some few words. Thanks for Stay with Me.. Take Care.