তোমার আমার স্বপ্ন দিয়ে, যে ছবি আঁকা হয় সেই ছবিতে হারিয়ে যাক, কিছু পরিচয়... তোমার আমার শব্দ নিয়ে, যে গল্প লেখা হয়, সেই গল্পেই ফিরে আসুক, বোধের পরিনয়... তবে এসো, অন্ধ হয়ে গন্ধ মাখি, নিঃস্ব হয়ে শোক, তোমার আমার কল্পলোকে, পৃথিবী বড় হোক... শেষ অবধি সত্যি করে বলি, ভালো লাগলো... ভালো লাগলো চোখের পাতায়, রাত পেড়িয়ে, পৃষ্টা উলটে, চায়ের কাপে কিংবা কফির মগে, ডাকাত বেশে, শীতকে কেটে, আঙ্গুল ছোঁয়ায়, বর্ণ ভাজে, লাগলো ভালো ভোর কে দেখে, সত্যি বলছি অবাক চোখে, বন্ধু ভেবে, বন্ধু মাঝে... আকাশ বাতাস কাঁপিয়ে চলছে মেঘেদের হরতাল, দেব দূতেদের বোমাবাজির মহোৎসব, আজ মধ্য আকাশে, পারলে ঠেকাও...!!! প্রকৃতির কামনা জলে হয়তো, নতুন করে জন্ম নিবে আরও কটি প্রান, বৃক্ষ কিংবা পতঙ্গের আদলে। তবে তাই হোক, আইন থেকে নীতিমালা, অথবা সংবিধান কিংবা নিরাপত্তাকর্মীর বেষ্টনী পেড়িয়ে, পৌঁছে যাক বিধাতার হুংকার, নির্মম সত্যে... নগ্ন আধার মাঝে সাক্ষী শুধু আমি, আর ওই কাকতাড়ুয়া শহর, যেথায় নিয়ন আলোয়, সবুজ কাঁদে সেলফি প্রজন্মের ভ্রূণে...। জল কভু জলজ নয়, একলা দেহ রাত জেগে রয়, জলের গভীরতা বুঝবে কি সে, জলে ভিজ...
Nice video
ReplyDeletetx stay with me. subscribe and share my video channel for motivated others people
Delete