At two o'clock in the morning Status Courtesy: Naser Ahmed লাল জোন, সবুজ জোন। —————————- রাত দু’টোর সময় আমার ঘুম ভেঙ্গে গেল কানের কাছে পুন পুন শব্দে। নাহ্ মশার যন্ত্রণায় ঘুমানো যাবে না দেখছি! বেড সুইচ টিপে লাইট জ্বালালাম। চোখ রগড়ে দেখলাম মশারীর ভেতরে পাঁচটা মশা ওড়া-ওড়ি করছে। একবার ভাবলাম মশা কামড়ালে কামড়াক, শুয়ে পড়ি, এখন বসে বসে মশা মারা যাবে না। সকালে অফিস আছে। ভাল ঘুম না হলে অফিসে গিয়ে কাজের মাঝে ঝিমুনি আসবে। কিন্তু শুয়ে থাকলেই তো আর ঘুম আসবে না, ঐ পুন পুন শব্দ ঘুমাতে দেবে না। তাছাড়া মশার কামড়ে খারাপ অসুখ বিসুখও হতে পারে। অতএব মশা মারার কসরত শুরু করলাম। কিন্তু বজ্জাত মশাগুলো ভিষন সেয়ানা। একটাও ধরা দিল না। পনের মিনিট ঘর্মাক্ত অভিযানের পর অপারেশন ক্ষান্ত দিলাম। খেয়াল করলাম মশারীতে কয়েকটা ফুটো হয়েছে। গতকাল মশারী ধোয়া হয়েছিল। নিশ্চয়ই ধুতে গিয়ে এই ফুটোগুলো হয়েছে। মশাগুলো বোধহয় এই ছিদ্রগুলো দিয়েই ভিতরে ঢুকেছে। নিজের চেষ্টায় যখন কাজ হলো না, দেখি এব্যাপারে কারো সহযোগীতা পাওয়া যায় কিনা। বালিশের নীচ থেকে স্মার্ট ফোনটা বের করলাম। আমাদের বন্ধুদের একটা হোয়াটস্এ্যাপ গ্রুপ আছে।
Here I am only because of sharing my thoughts, my poems and some my stories which i related directly or some times indirectly. Share some story which are collected. My thoughts fantasy feels are showing here with some few words. Thanks for Stay with Me.. Take Care.